ঘৃণাস্রোত
- মারুফুল হাসান

তোমার নিকট ভালোবাসা চাওয়ার অপরাধে
যাবজ্জীবন ঘৃণা-দণ্ডে দণ্ডিত শৃঙ্খলিত আমি।
তোমার প্রেম-পৃথিবীতে ভালোবাসার ছদ্মবেশে
নিরন্তর ঘৃণা-দল ঘুপটি মারে জানো না তুমি।
ভালোবাসার পোশাকে মোড়ানো ঘৃণার সঙ্গেই তো
প্রতিনিয়ত তোমার পূর্ণ আকাঙ্খিত সহবাস।
প্রেম-পূজারী দাবিদারের কাছে ভালোবাসা চেয়ে
প্রবল ঘৃণাস্রোতের ঘূর্ণিতে আমার সর্বনাশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।