তোমাকেই চাই
- সৌম্যকান্তি চক্রবর্তী
সারাদিনের কাজের ফাঁকে ,
একটু যদি সুযোগ পেতাম
আমার অবুঝ মনটা দিয়ে
তোমায় সবুজ করে দিতাম ,
দিবস রজনী, সজনী তোমার ,
হৃদমাঝারে জায়গা নিতাম ;
লজ্জা অবনতা তোমায়
বক্ষমাঝে আজ লুকোতাম ,
তবুও জানি বুকের মাঝে
আছি আমি সকাল সাঁঝে !
তাই তো প্রিয়া তোমায় আমি
আজ জানালাম অভিপ্রায় ,
সারা জীবন আমার এ মন ,
চায় যে তোমায় , তোমাকেই চায় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।