প্রেম যমুনায় চল ডুব সাঁতারি খেলি
- সূর্য মুহাম্মাদ জান - মহাবিদ্রোহী
আজকে মনের ভেতর এক অন্য ধাঁচের অনুভূতি
রঙে রঙে রেঙে গেছে মনের শূন্য ভূমি,
শুধু তুমি তুমি করে মন
ভাসি প্রেমের জলে সারাক্ষণ
এসো আজ প্রেমের গহীনতায় হাসি ॥
প্রেম যমুনায় চলো ডুব সাঁতারি খেলি ॥
মন যে আজ ছুটে শুধু তোমার পিছে পিছে
নিজেকে হারিয়েছি তোমার মাঝে ॥
আমার পৃথিবী তুমি ছাড়া শূন্য
তোমাকে ছাড়া নিভে যায় জীবনের আলো
চলো আজ প্রেমেতে মাতি
প্রেম যমুনায় চলো ডুব সাঁতারি খেলি ॥
মনের ভেতর আঁকি সারাক্ষণ তোমার ছবি
তুমি ছাড়া নিস্তব্ধ আমি
একেলা একেলা লাগে বড় একেলা
তুমি ছাড়া থেমে যায় জীবনের আনাগোনা,
তুমি পাশে রইলে আমি পাই সবি ফিরে ,
আজকে আর দূরে থেকো না
এসো মনের গহীন কোণে
চলো আজ রঙিন প্রেমে মাতি
প্রেম যমুনায় চলো ডুব সাঁতারি খেলি ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।