আমার চিন্তা ..
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমি যখন স্টেশনে যাই ভাবি ...
ছেঁড়া আধময়লা ফাটা পোশাক পরা
ঐ লোকগুলো ওরাও তো মানুষ !
কত মানুষ কত কষ্ট করে বেঁচে আছে !
আমি ভাবছিলাম ওদের খাবারের
সংস্থান করলে কেমন হয় ? ওদের
দিয়ে কিছু কাজ করিয়ে মজুরি দিলে
কেমন হয় ? তারপর ভাবলাম ওদের
নিয়তি ! হয়ত এক সময় ওরা সব সুখ
হেলায় হারিয়েছে , আজ তাই কোন
হা হুতাশ নেই , হয়ত কোনোসময়
ধনরত্নের স্তুপের পাশ দিয়ে চোখ বন্ধ
করে পেরিয়েছে , তাই আজ আর কোনো
অনুতাপ নেই !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।