ভেলেন্টাইন ডে
- ফয়েজ উল্লাহ রবি
ঘর ছেড়েছে সন্তান তোমার,রেখেছ কি খবর?
দেবে কি জবাব মরণের পর,আল্লাহ্র বরাবর।
আজ চৌদ্দ ফ্রেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস!
কোন মোহে কাটে তোমার রজনী-দিবস।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়, পড় তাহাজ্জুত
হারিয়েছে মেয়ে তোমার মান সম্ভ্রম-ইজ্জত।
নিজেকে মুসলিম বলে সদা করো গর্ব,
রয়েছে কি বাকী আর, হয়েছে সব খর্ব।
বেহায়াপনায় হারাচ্ছ তুমি ধর্ম-ঈমান
সঠিক পথ ভুলে হারাচ্ছ মান-সম্মান।
এসো শান্তির পথে শক্ত করে ধর ইসলাম
চারিদিকে ছড়িয়ে যাবে তোমার সুনাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।