যুদ্ধ চাই না
- ফয়েজ উল্লাহ রবি

আকাশে-বাতাসে আজ শুধু বারুদের গন্ধ,
শ্বাস নেয়া কষ্টকর নিঃশ্বাস হয়ে যায় বন্ধ।
বুলেট, বেওনেটের খোঁচায় ঝরে রক্ত শরীরে
মানবতা! ও আবার কি? ডুবে গেছে প্রশান্ত সাগরে।

ধ্বংসের লিলায় সমাজ পতি, না দেখার ভান দুর্গতি
লোভে মত্ত হারালে সত্য, জন্ম মৃত্যুর মুখে প্ররাস্ত।
ক্ষমতার লড়াই বিসাক্ত, মন-প্রাণ জুড়ে শুধু দুর্নীতি
গনতন্ত্রের মোড়ল, শক্তির দালালেরা অগোর নেশায় আসক্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।