বন্ধু
- ফয়েজ উল্লাহ রবি
গত ছুটিতে এসেছি বন্ধু পাইনি তোমার দেখা
বন্ধু তোমার ছুটি কি মেলেনা দাওনা কেন দেখা।
কতো বছর আগে দেখেছি তোমায়
হয়তো ভুলেই গেছ কি আমায়।
বন্ধু তোমার পথ পানে চেয়ে থাকি আমি
কখন হবে দেখা তোমার আমার।
ভুলি নি আমি সেই দিন গুলী
মনের মণি-কোঠায় রয়েছে জমা
এসো ফিরে বন্ধু তোমার প্রতীক্ষায় কাটে বেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।