নতুন বছর
- ফয়েজ উল্লাহ রবি
আজকের সূর্যদয় নতুন কিছু নয়
এই ভাবে হারিয়ে গেল একটি বছর
প্রতি বারের উম্মাদনায় উৎসব হয়
নানা রঙে নানা বতিতে সাজে শহর।
গত কাল, আজ একই রকম
তবু বল আজ নাকি নতুন বছর
আমি তো পেলাম না খোঁজে কোন তফাৎ
তবু উল্লাস কি খুশি অন্তরে সবার
সুর্য আজও পূর্ব গগণে উদয়
চন্দ্রিমা দেয় সেই জোৎস্না
জোনাক জ্বলে আদি কাল থেকে আজও
সেই একই রং রাত যে কালো
কোথায় পরিবর্তন মন ও মননে নয়
সেই রকম কান্না-হাসি চোখের সেই জল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।