প্রেমের দিন ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

প্রেমের দিন শুধু আজই তো নয় ,
সারা বছরে প্রতিটা দিনই তো ...
প্রেম করার সময় ..
আমি ও জানি তুমি ও তা জানো
তবু কেন মনে হয় ?
এই দিনটাতে কাছে না থাকলে ,
লাগে কেন অসহায় ?
সময় , দিন , মুহূর্ত আর কথাগুলো
যেন মত্ত স্থবিরতায় ...
দূরে থাকলেও অন্তরে আছো ,
হৃদয়ে আবেশ ছড়িয়ে দিয়েছো !
আজ পিছনের শিমুল গাছে ,
কোকিলের ডাক শোনা গেছে ;
শুনেছি যখন স্বকানে ..
বুঝে গিয়েছি মনে মনে ..
বসন্ত এসে গেছে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।