ইতি তুমি
- ফয়েজ উল্লাহ রবি
তোমার চেয়ে সুন্দর কি কিছু আছে
দেখিয়ে দাও দেখবো আমি তাকে।
তোমার চেয়ে গভীর কি সমুদ্র আছে
বল? ডুবে যাব সেই সাগরে।
তোমার চেয়ে বড় মুক্ত আকাশ কি আর আছে
ঠিকানা দিও হারিয়ে যাব তাতে।
তোমার চেয়ে অধিক কোমল কি আর হয়?
তবু, তাতে মিশে যেতে ইচ্ছে নাহি রয়।
তুমি এক, অদ্বিতীয়া, তোমাতেই তুমি
তোমাতে শুরু আমার তোমাতেই শেষ ইতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।