কলম সৈনিক
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

আমি কলম সৈনিক-
দু’চার কথা লিখে যাই দৈনিক।
চার দিকে হাহাকার,কলুষিত সমাজ,
ধংসস্তুপে বসে সাজাই,আগামীর সাঁজ।
যত কল্প-কথা,
যত হৃদয়ের ব্যথা-
ভাবনার ভাষায় যাই রূপ দিয়ে,
কখনো আমি খুশি,কখনো বা প্রিয়ে।
কখনো এসে দাঁড়াই,বাস্তবতার দ্বার প্রান্তে,
তারাতে গিয়ে হারিয়ে যাই,নিজের অজান্তে।
জালিমের রক্ত-চক্ষু দেখে করিনা কো ভয়,
হিসেব কষে দেখিনা কভু,জয় কি পরাজয়।
ক্ষুরধার কলমে বিধ্বস্ত করি,যত অত্যাচারীর দুর্গ,
মজলুম মানবতার তরে,রচনা করে যাই সত্য-স্বর্গ।
চির বিরহিণীর বুকে,জ্বেলে দেই আশার আলো,
কেউ আমায় করে ঘৃণা,কেউ বাসে অতি ভালো।
তবু করিনা আঁতাত-
যদিও ঘোর অন্ধকার দেখি,খুলিয়া নয়ন পাত।
তবু স্বপ্ন বুনি ঊষার,
শপথ স্বয়ং আল্লাহ‌র-
অন্যায়ের কাছে শির,করিবনা কভু নত,
যুগ-যুগান্তর লিখে যাব,সত্য বাণী যত।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।