পরোপকার
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

উপকার করে যাও,চেওনা প্রতিদান,
আল্লাহ‌ দিবেন তোমায় সর্বোচ্চ মান।
উপকার কর যত,মানব-দানব,জীন-ইনসান,
নিঃস্বার্থ করে যাও,যত জীব-জানোয়ার,যত প্রাণ।
যারে করিবে সেবা তোমার বিপদে হয়ত পাবেনা তারে,
আল্লাহ্‌ই করিবে প্রেরণ,মানব রূপে কোন ফেরেস্তারে।
হয়ত পাবেনা কোন ফল,
হারিয়না বিশ্বাস-বল-
যারে করিছ সেবা,যদি সে দেয় ব্যথা,
দিয়না অভিশাপ,দিয়না কভু খোঁটা।
দুঃখ সয়ে দুঃখ কেনা,সমানে সমান,
সুখ নিয়ে যে দুঃখ দিলো হয় তাঁরই অপমান।
মানুষের কাছে নিরাশ হইলে,হইয়না আল্লাহ্‌র কাছে,
সকল কাজের প্রতিদান সেথায় রক্ষিত আছে।
হয়ত পাবেনা ইহ কালে,
ক্ষতি কি যদি মুক্তি মিলে যায় পরকালে।
হয়ত কোন পাপের প্রায়শিস্ত-বিনিময়,
তাই কিছু পুণ্যর ক্ষতি-পূরণ হয়।
অথবা চলিছে পরীক্ষা ঈমানের,
ক্ষতিগ্রস্ত তোমার যত জান-মালের।
তবু কর কৃতজ্ঞতা প্রকাশ,ধর ধৈর্য ধারণ,
মুক্তি তোমার সু-নিশ্চিত,যদি সদা কর সৎ আচরন।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।