আযানের ধ্বনি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪
আযানের ধ্বনি,
কান পেতে শুনি-
আহা কি মায়া,কি সমুধুর,
ধমনি-শিরায় বহে তার সুর।
এ-তো আযান,প্রভুর আহ্বান,
আনন্দে নেচে উঠে মুমিনের প্রাণ।
ব্যকুলতা বয়ে আনে,প্রভুর প্রেম-টানে,
মেতে উঠে মুসলিম শ্রেষ্ঠ-কল্যাণে।
আযান,সেতো কল্যাণের ডাক,
থেমে যায় শয়তানের যত হাঁক-ডাক।
যে সুরে হেরে যায় যত মায়াবী-যাদুর-বান,
শয়তানের গায়ে জ্বলে উঠে অগ্নি-লেলিহান।
আযানের ডাকে দেয় না সাড়া,যে হৃদয়-প্রাণ,
ইহুদীর দালাল,খবিছের বাচ্চা তুই,নহে মুসলমান।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।