ভালবাসা-পর্ব-দুই
- ফয়েজ উল্লাহ রবি
মেহেরবানী নয়, তোমার প্রেম চাই
জরুরী নয় পাশে থাক, সাথে যেন পাই,
সকাল-দুপুর, সন্ধ্যা-রাতে, সময়-অসময়
তোমার সঙ্গে সঙ্গে আমি যেন যাই।
তোমার শহরে আমি একা হারাই
কোন গলি কোন মোড়ে তোমায় পাই,
"লেম্পপোষ্ট ছায়া তলে
পোকা-মাকড়ের দলে"
বস্তির ঝোপে ভিআইপি সড়কে
যেখানে জন-মানব বাস
তোমায় খুঁজি বার বার।
মেহেরবানী চাই না শুধু ভালবাস
এই শুধু এক চাহিবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।