ইমাম
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪
------------- --------হায়রে ইমাম গণ-
আর কত যুগ,কত কাল ধরে সইবে নির্যাতন।
নেতা তুমি মিম্বরে দাঁড়িয়ে শিক্ষা দিচ্ছ দ্বীন,
গোলাম দৃষ্টিতে দেখে কতেক,বেয়াদব মুস্লেমিন।
মুসলিম দেশে,মুসলিম মোরা,দাবী ঈমানদার,
মানস পটে মোনাফেকি ভরা,জাহেল রূপকার।
তুমি কাজী,তুমি নেতা,তুমি নবীর ওয়ারিশ,
তোমার গর্ব,তোমার গৌরব,শয়তানের চোখে বিষ।
তুমি সত্য পথিক,পথ প্রদর্শক,সর্ব-শ্রদ্ধাভাজন,
তুমি দ্বীনের ধারক-বাহক,সর্বোচ্চে তোমার আসন
গোমরাহ যত মূর্খ-জালিম,লেগেছে তোমার পিছে,
কুলাঙ্গারদ্বয় নিজ পাপের শূলে যায় নীচ থেকে নীচে।
হায়রে মুসলিম জাতি-
অভিশপ্ত হয়ে খাচ্ছিস তোরা নাস্তিকের মার-লাথি।
বীরের জাতি,বীর বাহাদুর,তোরা মুসলমান-
সর্বনাশ আনলি ডেকে,আলেমেরে করি অসম্মান।
কুরআন হাদিসের ভক্তি-বিধান যতই দিলি ছেড়ে,
ততই তোর দিলে শয়তান,বসলো আসন গেড়ে।
তাই মুখে মুখে বলিস শত আমরা ঈমানদার,
লোক দেখানো আমল করিস,খুলিয়া পাপের দ্বার।
যার পিছনে গীবত করিস,তার পিছনেই নামায,
গীবত যেন ঘি-ভাতের মত,চেটে-চেটেই খাস।
হায়রে মুসলমান,কত সস্তা তোর ঈমান,
বজ্রকণ্ঠে কালিমা পড়িস,দিলে পুষি শয়তান।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।