ভালবাসা-পর্ব-এক
- ফয়েজ উল্লাহ রবি
এক-
একদিনের ভালবাসা উম্মাদনা হারিয়ে যায় একদিনে
এই নয় ভালবাসা, মিথ্যে সবি শূন্য বুকে থাকে শুধু ঋণে
বাঁচেনা মানুষ কিংবা প্রাণী কোন, কেউ ভালবাসা বীনে
তাইতো চারদিকে আজ হাহাকার ভালবাসা হীনে।
দুই-
আমি নই প্রেম বিরোধী প্রেমের জয় গান সদা গাই
আমি সে প্রেম চাইনা, যা শুধু শরীরে শরীরে করে বসবাস,
ঝোপের আরালে বন্ধুর প্ল্যাটে দিনেও রাতে, সে নয় প্রেম,
যে প্রেম খুঁজে কবি, সেই প্রেম মহান, বেঁচে থাকা যায়।
তিন-
প্রেম আজ-কাল খেলা হয়ে গেছে এই বাজারে
সেই প্রেম নেই, পাবেনা কেউ কোন খানে খুঁজেরে
মিথ্যের চলনায় কতো পাপ হচ্ছে আহারে!
এই নয় প্রেম এইতো অপসংস্কৃতির দোলারে।
চার-
যা দেখি মেলে আঁখি, সবি যে মিছে ফাঁকি,
ভালবাসা নয় এমন, দেখছি এখন যেমন,
পূর্ণতা নেই, নেই মনে শান্তি, সব রয়ে গেল বাকী
বেলাল্যাপনা হারিয়ে গেছে সব তাই কাঁদে মন।
পাঁচ-
কতোটা যায় বাসা ভাল, তা কি যায় করা পরিমাণ
ভুল পথে যাবোনা আমরা, না হয় হবে কঠিন পরিনাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।