সংস্কৃতি
- ফয়েজ উল্লাহ রবি
এক-
ভুল, বিন সংস্কৃতির রসাতলে
হারাইতেছি আমরা দলে দলে
প্রতিদিন একটু একটু করে
বদলে যাচ্ছি পশ্চিমা ছোবলে।
দুই-
আপনারে ভুলে পর কে করি আপন
ভাল কথা, কিন্তু নিজ ঐতিয্য সংস্কৃতি
ভুলে কেউ কি পেরেছে সাজাতে ঘর।
তিন-
ভুলে গেছি আমার আমিরে রাখিনি স্মরণ
তাই তো আজ দিকে দিকে ভুল আওয়াজ
করে না আমায় ভালবেসে কেউ বরণ।
চার-
পরের ধন আপনার ভাবিয়া যায় কেটে বেলা
অন্যের সংস্কৃতির আবেশে সাজাই মিলন মেলা।
আধুনিকতার জোয়ারে বিলিয়ে দিচ্ছি নিজেরে
ভুলে গিয়ে আপনার ইতিহাস ভুল রাস্তায় চলিরে।
পাঁচ-
ভুল পথে ভুল রথে
যাচ্ছি চলে শূন্য হাতে
ফিরবো না জানি পূণ্যতায়
বিন দেশি সংস্কৃতিতে মেতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।