তুমি ফিরে এসো
- ফয়েজ উল্লাহ রবি
নব প্রভাতে সাঁঝ সকালে, খুঁজি তোমায় সখি
ভালবাসা আমার নেই তুমি, মেলে দেখি আঁখি,
হারেলে কোন দূরে কোন গ্রাঁয়ের বাঁকা মোড়ে
আসবে কবে বল, শূন্য এই হৃদয়ে ফিরে।
তুমি হীন জীবন আমার সুর হীন গান
যেও না হারিয়ে আসুক যতো তুফান কিংবা বান।
"ফুটুক আলো ঘুচিয়া যতো কালো
পালিয়া যাক মন্দ, থাকুক শুধু ভালো।"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।