প্রেম নিবেদন
- সূর্য মুহাম্মাদ জান - মহাবিদ্রোহী

প্রথম যেদিন তোমারে দেখে ছিলাম সেদিন থেকেই সখি হে তোমার প্রেমের মায়াবী স্রোতে ভাসিলাম ফাঁসিয়া গেলাম তোমার প্রেমে এক ঝলকে । তোমার ঐ জ্যোৎস্না মাখা মায়াবী রুপ হেরিয়া নিমিষেই মোর হূয়াজমিনে গজাইল প্রেমের বিটপী তোমায় ছাড়া এখন ভাবনায় আর কিছুই আসে না তোমার আঁখিতেই মোর জীবন দেখি । তোমার তরেই তো সব তোমাকে নিয়েই জীবনের এতো গহীন পথ, অধীর আগ্রহে রয়েছে চেয়ে মন তোমা পাণে হূয়া ভরে ফুল সাজিয়ে উঠে তোমার কথার মাধুরীতে, তুমি ছাড়া মূল্যহীন আমি । তোমাকে সখি খুব ভালোবাসি ভালোবেসে যেতে চাই আজীবন তোমার তরেই গাথিয়াছি পারাণ পাখী তুমিহীনা অকাল সন্ধ্যায় পতিত হয় মন । চাই না সখি অন্য কিছু চাই যে শুধু তোমাকে জীবনের গতি যাবে থেমে কভু হারালে তোমাকে । তোমার তরে রাখিলাম মোর প্রেম নিবেদন ফিরিয়া দিও না সখি , ভালোবাসায় জড়িয়ে নাও এই মন, রাখবো তোমায় হূয়ার গহীনে প্রেমাদরে আজীবন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।