অস্থির শহর জীবন
- ফয়েজ উল্লাহ রবি
চার দিকে কোলাহল,ব্যস্ত শহর
হরেক স্বপ্নে কাটে প্রতিটি প্রহর,
জ্বলে জ্বলতে দাও সমস্ত বাতি
রঙীন হয়ে উঠুক সব রাতি।
নগর জীবন হাসি-আনন্দে ভরপুর
নেই কাদা-মাটি, যেমন গাঁও রসুলপুর,
আধুনিকতার স্রোতে ভেসে চলি
জীবনের গান সহজ করে বলি।
অনেক ভীড় রাস্তা নয় যে ফাঁকা
বিশ্বাস-অবিশ্বাসের দোলা চলে ঢাকা
সহজ-সরল মানুষও হয়ে যায় টেড়া-বাঁকা
তবু চলে নিয়মের কাঁটায় জীবনের চাকা।
কেউ ভাবেনা, রাখেনা কেউ কার খবর
এক অ্যার্পাটমেন্টে, দেখা নেই অন্যের বরাবর
এই প্ল্যাটে র্বাথডে পাটি অন্য প্ল্যাটে কুলখানি,
হাসি-দুঃখে হয়না ভাগি, থাকে মলিন মুখখানি।
নিজেকে নিয়ে মেতে আছি এই তো জীবন
আপনারে ভুলে গেছি করিনি স্মরণ
কখন জানি এসে যায় হঠাৎ মরন
হাসি মুখে করে নেব তারে বরণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।