পাষাণ
- ফয়েজ উল্লাহ রবি
পাইনা দেখা তার, মন যারে বেসেছিল ভাল
দেখিনি তার গায়ের রং, সাদা কিংবা কালো,
চোখ বুজিয়া মন দিলাম যে, তোলে তোরে
সেই কিনা তুই গেলি আমায় ছেড়ে দূরে।
আদর দিয়ে সোহাগ দিয়ে রাখিলাম অন্তরে
ভেঙ্গে মোর হৃদয় আসন, হারালে কোন বন্দরে,
আকাশ নদী বন জঙ্গলে খুঁজি তোরে ঘুরে ঘুরে
তুই বিহনে মনের আঙ্গন থাকে শূন্য, আয় না ফিরে।
কি করে যে ভুলে গেলি, রাখলিনা মোরে স্মরণ
ফুলের মালায় সাজিয়ে তোরে করেছিলাম বরণ।
এক নিমিষে ভেঙ্গে দিলে সাজানো ভালবাসার ঘর,
কতো পাষাণ হয়েরে তুই, করে দিলে আমায় পর।
বুধবার-দাম্মাম-সৌদিআরব
০৫ ফাল্গুন ১৪২২ বাংলা
১৭ ফেব্রুয়ারী ২০১৬ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।