ঋণ
- ফয়েজ উল্লাহ রবি
গৌরি সেন নেই, আছে ইউনুস
হাজী মহসিন খোঁজে ক্লান্ত মানুষ।
ঋণ খেলাপী আঙুল ফুলে কলাগাছ
ঋণের বোঝায় গরীবের বন্ধ হয় শ্বাস।
উন্নয়নের জোয়ার বইছে চারদিকে
ধীরে ধীরে গরীবের জীবন ফিকে
হতাশায় কাটে বেলা-অবেলা
ঋণের বোঝা! এবার সামলাও ঠেলা।
ধনী হচ্ছে আরও ধনী, গবীব নামে পথে
সকাল-বিকেল কাজে জীবনের বাঁকে,
সুখ শান্তি হারিয়ে গেছে নেই কার সাথে
সেই এক চলছে জীবন, ঘুর ফাঁকে।
বদলেনি অবস্থান হয়নি পরির্বতন,
কে বুঝে দুঃখ মনের এ যাতন।
"যুগ থেকে যুগে, নিয়মের কাঁটা তারে
হারিয়ে যায় মানবতা অন্ধকারে।"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।