ভুলেও এসো না ভুল ভাঙাতে
- রুহুল আমীন রৌদ্র
লামিয়া,
তুমি যে অন্য কারো মানতেই পারি না।
সেই যে কবে কুমারী বেলায় শেষ দেখা,
ক্ষণিক অভিমানে, গ্রাম ছেড়ে ছুটে আসি,
কর্ম ব্যস্ত শহরে,
অতঃপর তুমি আঁড়াল হলে।
কতো প্রতীক্ষায় প্রহর গুনেছি,
তুমি ডাকবে বলে,
কই ? তুমি তো আর ডাকলে না।
অভিমানের পাথর বুকে চেপে তিলে তিলে পুঁড়েছি,
তুমি ডাকো নি।
অথচ উড়েছো ডানায় ভর করে,
যেটুকু সীমানা ছিল,
ঢের বেশী,
ভিনগ্রহে।
আমি নিরবে নিভৃতে কেঁদেই চলেছি আজো,
তিক্ত প্রতিক্ষায়,কুমারী ভেবেই।
ভুলেও এসো না ভুল ভাঙাতে,
সম্মুখে ধরে অন্য হস্ত,
অন্য জনের কণ্ঠ।
---০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।