শীতলক্ষ্যার তীরে শীতের এক প্রভাত
- রুহুল আমীন রৌদ্র

পশ্চিমাকাশে অর্ধশশী তখনো ঝুলে ঝুলে,
ক্ষীণপ্রভা বিকিরণে মত্ত।
দূর্বাঘাসের শিশির দলে, হিম হিম শিহরণে,
শীতলক্ষ্যার কূলে দাড়িয়ে আনমনে।
রঙিন সাজে মত্ত রক্তিম অরুণ পূর্বাকাশে,
কুহেলিকার দল চুমে যায় দূর্বাঘাস,
জোঁয়ারের জল নেমেছে ভাঁটা,
শুষ্কতা বুকের চরে।
নদীর বুক চিরে ছুটে যায় লঞ্চ ষ্টীমার,
ঢেউয়ে ঢেউয়ে ভিজি আমি।
ডিঙির মাস্তুলে কেঁদে যায় নিঃসঙ্গ কাক,
আমিও যে নিঃসঙ্গ এথায়,
ব্যথাতুর হৃদে কেঁদে যায়, আহত স্মৃতি,
হৃদয়ে শীতলক্ষার চেয়েও,
ঢের খরতা।
---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।