স্বাধীনতার সম্নান
- আবু নাছের জুয়েল

কাঁদেতে গিয়ে কাঁদতে পারিনি
বলতে পারিনি কথা
নিথর দেহ রাস্তায় পড়ে
এ কিসের স্বাধীনতা৷
ভালোবাসা তুমি ভালোই থেকো
থেকো অনেক সুখে
ভুলে যেও মোর আছে যত ভুল
তোমার স্মৃতি পটে৷

মশাল হাতে মিছিল করে গেয়েছি জয়গান
স্বাধীনতা মুখ লুকিয়ে কাঁদে নাই তার সম্নান
বুকের মাঝে কষ্ট নিয়ে তুলেছি স্লোগান
জীবন দিয়ে ফেরাবো চলো স্বাধীনতার মান৷
ক্ষমা করো "মা " মোদের তুমি
লজ্জায় নত শির!
শেকল ভাঙ্গার গান গেয়েছি
হতে পারিনি বীর৷
পারিনি মাগো দিতে কখনো তোমার সম্নান
নিয়েছি যত,দিয়েছি তত তোমায় অপমান৷

আজি ভুলের বোঁঝা মাথায় নিয়ে
সর্বহারা নিথর হয়ে
জীবনের শত আঘাত সয়ে
এসেছি আজি তোমার পায়ে
গ্রহন করো "মাতা " মোরে
আছে যত ভুল তোমার তরে
দিতে চাই মোর আছে যত সব
তোমার চরন তলে৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০২-২০১৫ ১৬:৪০ মিঃ

valo @