বেদের মেয়ে জোসনা- গীতি কাব্য
- ফয়েজ উল্লাহ রবি

বেদের মেয়ে জোসনা ছিল, এখন হলো জেসি
লেখা-পড়া শিখে মর্ডান, দেখতে যেন বিদেশী,
বাঁশির সুরে আসেনা আর কাঁকে নিয়ে কলসী
বদলে গেছে জীবন ওদের সত্যি করে বলছি।

নদীর ঘাটে বেদে পল্লী, ছেড়ে বাস করে শহরে
এক রকম জীবন কেন কাটাবে বলো আহারে,
এসেছে নতুন আলো, দূর হয়েছে যতো কালো
অভাব থেকে মুক্তি মিলে, বেদেরা আছে ভাল।

সাপ নাচিয়ে পেট চলে না, নিয়েছে অন্য পেশা
সুখে থাকবে হাসবে জীবন ছিল যে এই ভরসা
ফিরবে সভ্যতার এই বাজারে মনে ছিল আশা
ভুলে সেই দিন গুলোকে জীবন ছিল শুধু দুরাশা।

শনিবার-দাম্মাম, সৌদিআরব
০৭ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ
২০ ফেব্রুয়ারী ২০১৬ খ্রীষ্টাব্দ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।