মাতৃভাষা দিবস
- ফয়েজ উল্লাহ রবি

মাতৃভাষা দিবস নয় আর বন্দি শুধু একা বাংলার ঘরে
পাকিস্তানীরাও করবে পালন বাধ্য-বাধকতায় পড়ে
এই লজ্জ্বায় গুলি চালানো রাক্ষসেরা যাবে যে মরে
পিছিয়ে নেই তলা বীহিন ঝুড়িওলা এগিয়েছে অনেক দূরে।

পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে আমরা যাচ্ছি পিছে
বাংলা ভাষাকে বাসিনা ভাল সব কিছুই মিছে।
বাংলিশ বলে লিখে বাঁজাচ্ছি ভাষার বারটা
দূরে বসে একা কাঁদে অভাগী বাংলা মা টা।

দুঃখ মনের কোণে, যদি কোন শহীদ থাকতো বেঁচে
আজ সত্যিই ভাষার এমন হাল দেখে, যেতো যে মরে।
হারিয়েছি দিক বীর সেনানীর দেখানো সোনালী সে পথ
উন্নতির যতোই উপরে উঠিনা কেন, থেমে গেছে রথ।

ভুলে নিজ সংস্কৃতি অন্যের সংস্কৃতি আমি করি ধার
তিলে তিলে পরাধীন হচ্ছি, এই নয় সভ্যতা আমার
ফিরে এসো বাঙালী আপন মহিমায় আপন ঘরে
বাংলা মা আমার সন্তানের অপেক্ষায় হাজার বছর ধরে।

শনিবার-দাম্মাম, সৌদিআরব
০৭ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ
২০ ফেব্রুয়ারী ২০১৬ খ্রীষ্টাব্দ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।