ছোট্ট ছেলে ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

ছোট্ট ছেলে টলমল পায় ,
দুষ্টুমি করে বকুনিও খায় ;
এদিক ওদিক দুদিকে তাকায় ,
ছুঁড়ে দেয় সে , যাই হাতে পায় !

ছোট্ট ছেলে বুদ্ধি দারুন ,
শিখে নেয় সব , আছে খুব গুণ !
এদিকে আবার দুষ্টু ভীষণ ,
বায়নাতে তার তুর্কিনাচন !

ছোট্ট ছেলে ইস্কুলে যায় ;
ভয়ে ভয়ে থাকে বাড়ির সবাই ,
কখন যে কোন অসুখ আনে ,
সবসময়েই সেই ভয় হয় !

ছোট্ট ছেলে বড় খিটখিটে ,
মেজাজ যে তার সপ্তমে ;
দাদু ঠাকুমা ভোলায় তাকে ,
বায়না তখন যায় কমে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।