সেই বসন্তে ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

আহা সেই বসন্তে
কোকিলেরা আর ডাকেনি ,
আহা সেই বসন্তে
পলাশ শিমুল অভিমানে
আর ফোটেনি ...
সেই বসন্তে আমার ভাইয়েরা
গুলি খেয়ে আর ওঠেনি ..

আহা সেই বসন্তে
বাংলা মায়ের কোল
হয়ে গেছে খালি !
আহা সেই বসন্তে
ফুল তো ফোটেনি
নীরবে কেঁদেছে মালি !

আহা সেই বসন্তে
গুলি যে চলেছে ,
অশ্রু যে আজো থামেনি !
আহা সেই বসন্তে
বিধবার সিঁথি ,
সিঁদুরের রঙে রাঙেনি !

আহা সেই বসন্তে
বাংলা প্রেমিক
উর্দুকে হ্যাঁ বলেনি
আহা সেই বসন্তে
বাঙালি জিতেছে ,
শত্ৰুর কাছে টলেনি !

আহা এই বসন্তে ,
শহীদ মরনে
সান্ত্বনা আজো জোটেনি !
আহা সেই বসন্তে
বাংলা প্রেমিক গুলি খেয়ে
আর ওঠেনি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।