ব্যাচেলার
- হোসাইন মুহম্মদ কবির
চাকরীর সন্ধানে এসেছি
স্বপ্নের শহর ঢাকা,
চাকরী পেতে হলে লাগে
মামা খালু নয়তো লাগে টাকা।
:
দ্বারে দ্বারে ঘুরে গার্মেন্টসে
চাকরী একটা মিলে,
ডিগ্রীপ্রাপ্ত ছেলে নিত্যদিন
মন্দ শুনে ভদ্রতা যাই ভুলে।
:
আপন স্বজন সব যে গ্রামে
শহরে আমি একা,
শত কষ্ট সহ্য করি
এই বুঝি সুখ দিলো দেখা।
:
ব্যাচেলর জীবন মিথ্যে অপবাদ
কষ্টের নেই শেষ,
কেউ জানতে চাইলে বলি
মুচকি হেসে আনন্দে আছি বেশ।
:
বাড়ি ভাড়া চায়না দিতে
ব্যাচেলর হলে,
যদিও পাই চওড়া ভাড়া
শত বিধান মানতে হবে ব্যাচেলর বলে।
:
রান্নাবান্না কাপড়কাচা
সে যে বিরক্তিকর কষ্ট,
সঙ্গ দোষে নিজের জীবন
কেউ বা করে নষ্ট।
:
অগোছালো যন্ত্রণাময়
জীবন ব্যাচেলর,
ব্যাচেলর জীবন করবে সুখের
সাধ্য আছে কার।
০৯/০২/২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।