অন্ধ জীবন
- হোসাইন মুহম্মদ কবির
কোন বা দোষে ইলাহি আমায়
দেয়নি নয়ন জ্যোতি,
দুঃখের তরী ভাসে নিরবধি
বিন্দু নোনাজলে হয়েছে স্রোতস্বতী।
:
তিমির ভুবনে জীবন প্রদীপ নিভু নিভু
নিপুণ তন্দ্রা আমায় রাখে ঘিরে,
অবহেলাপূর্ণ ব্যথিত হৃদয়
লোকান্তর আমায় ডাকে পরপারে।
:
প্রভাতসূর্য উদয় হলে
দ্বারে দ্বারে এক মুঠো অন্ন খুঁজি,
বিধাতা তোমার বিধান
মূর্খজ্ঞানে কি করে আমি বুঝি।
:
অসহায় অন্ধ দেখে আল্লাহ্র অস্তে
কেউ বা করে দান,
চোখের সম্মুখে দেখেও
কেউ বা করে না দেখার ভান।
:
সুন্দর তম অপরুপ তোমার সৃষ্টি
ভূবন দেখা হয়নি বলে,
নিয়তি আমায় যন্ত্রণার বারীন্দ্রে
নিত্য লহরী তোলে।
:
বসন্ত এসে কুঞ্জবনে
ফুটায় রঙিন পুষ্পকলি,
আমার অষ্টপ্রহর কষ্টে কাটে
শুঁকনো পাতা হয়ে ঝরে স্বপ্নগুলি।
:
এ সমাজ কভু বাসেনি ভালো
করেছে আঘাত কথার চাবুক দিয়ে,
বেঁচে থাকার নাইরে সাধ
অন্ধ জীবন নিয়ে।
১৩/০২/২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।