ক্ষণিক দর্শন
- হোসাইন মুহম্মদ কবির - অশ্রুসজল আঁখি

কবিতা'র ক্ষণিক দর্শনে
অন্তরীক্ষ ছুঁয়ে যায়,
দেহের মধু ঘ্রাণে হৃদয়
স্বর্গসুখ খুঁজে পায়।

মানবো না বাঁধা বিশ্বময়
ঐ ললাটে দেবো শশী,
কবি,কবিতা'র প্রেমে মগ্ন
সে যে চিরো অবিনাশী।

যুগযুগান্তরের অপেক্ষা
পথের পানে তাকিয়ে,
তোমার শ্রেষ্ঠ সোহাগ পেতে
বাসনা জাগে লুকিয়ে।

নিশিতে এসে ঘুমের দেশে
স্বপ্নে নিত্য দ্যাখা দাও,
আমার এ ডাকে কেন তবে
পিছু ফিরে নাহি চাও।

আমি সহস্র বাঁধা পেরিয়ে
জয়ী করবো তোমায়,
এ জীবন বির্সজন দিবো
তোমার ভালবাসায়।

চিৎকার করেই বলবো
কবিতা কে ভালবাসি,
বাঁকা চোখে তাকিয়ে ফুটাও
ঐ ঠোঁটেতে মিষ্টি হাসি।

তোমার প্রেমও স্পর্শ পেলে
ধরবো জীবন বাজি,
তোমার ইচ্ছা করতে পূর্ণ
এ জীবন দিতে রাজি।

২০/২/১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।