ছুটি প্রত্যাশায়
- রুহুল আমীন রৌদ্র

মাগো তোর ছেলের আর ছুটি হয় না !
অত্যাচারীর শিকল ছিঁড়িবো বলে,
সেদিন লুটিয়ে ছিলেম ধূলোয়,
ভিজিয়েছি রাজপথ রক্তগঙ্গায়।
কতদিন হলো, মায়ের থালার ভাত কেঁড়ে খাই না !
বৃদ্ধ বাবার স্বপ্ন, আর স্নেহভরা শাসন,
কতদিন হলো পাই না।
ওরা বলে, মোরা শহীদ মিনার !
না না, মোরা তেজস্ক্রিয় মাতুন্ড।
শোষণের কালো হাত দিয়ে স্পর্শিতে এসো না,
কেঁড়ে নিতে এসো না বাংলা ভাষা,
তবে এ শিঁকল ছিঁড়ে, আবার আসবো,
আবার লড়বো,
বীরদর্পে মরবো,
মোরা মরতে শিখেছি,
হারতে নয়।
তবুও আজও কাঁদি, চেপে রেখে দীর্ঘশ্বাস,
ছুটি হয়না।
ফুল দিয়ে ঘিরে দেয় সবে,
মুক্তি মেলে না।
চেতনার যে বেণু বাজিয়ে চলি অহর্নিশ,
হয়ত যদি কেউ শ্রব তা,
তবে দেশের তরে লড়ো,
দশের তরে মরো,
যদি জ্বলে উঠে ন্যায়ের দীপ্ত প্রদীপ,
টুটে যায় শোষণ দুর্নীতি,
তবেই হয়ত ছুটি মিলবে একদিন,
বাংলা মায়ের পবিত্র আঁচল তলে ঘুমাবো,
চির প্রশান্তির এক ঘুম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।