পাড়ের কড়িহীনা
- রুহুল আমীন রৌদ্র

এ জীর্ণ বোতা লাঙলে,
আর কতো সংসার ভূমি চষিবো ?
উর্বর জমি ফসল ফলে না, কৌশল বিনে,
অসময়ে বীজ বুনি,
মৌসুম না জেনে।
স্রষ্টার সৃজিত এ ভূমি, উর্বর সর্বক্ষণে,
যেটুকু ফসল রুজি করি,
খায় পাপের ঘূণে।
কামনার কাঁকড়ায় ছিদ্র করলো, পুক্ত আইলখানি,
শুকিয়ে গেল জমির জল,
মলিন ফসলখানি।
জোঁয়ারের জলে এসেছিল ভেসে,খানিক উর্বর পলি,
সংসার পেষণে শুকিয়ে শুকিয়ে,
হয়ে গেল ধূলি।
পূর্ণ ফসল ফলিলো না সেথায়, উষর হলো ভূমি,
আগাছা আর জীর্ণ কণ্টক,
হলো আবাসভূমি।
মহাজনের খাজনা দিতে শেষ বেলাতে মরি,
কণ্টকপূর্ণ ভূমি হেরি,
চোখে এলো বারি।
মিছে হলো ওরে মন, সাধের বর্গাচাষা,
সম্বল বিনে ঘোর নিদানে,
শুধুই নিরাশা।
দিনের শেষে কাঁদছি বসে, মহাজনের পায় পরি,
সে জন যদি হয় গো সহায়,
কারো ধার না ধারি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।