তবু স্বপ্ন দেখি
- ফয়েজ উল্লাহ রবি
একলা তুমি একলা আমি, তবু দু'জন মিলে স্বপ্ন আঁকি।
সত্যি হউক, কিংবা না হয় থাকলো বাকী,
তবু মনের কোণে সে আশাই বেঁধে রাখি,
এই জীবনে হবে না কারও সাথে ফাঁকি।
ভেবে ভেবে তোমায় কাটে আমার বেলা
আসলে তুমি ফিরে এই হৃদয়ে সুর তোলে
তোর সাথে হলে দেখা, চলে মনে জুড়ে খেলা
কথা দেয় যাবিনা কভু আমায় ভুলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।