তুমি দূরে___
- ফয়েজ উল্লাহ রবি
হারালে তুমি কোথায় কোন দূরে
আমায় ছেড়ে চলে গেলে অচিনপুরে
তুমি ছাড়া কাটেনা বেলা গান সুরে
ভাল আমি থাকি না দূরে সরে।
ফিরে এসো আপন ঘরে ফিরে
তোমার অপেক্ষায় আছি পরে
তুমি এলে ফিরে এই অন্তরে
শান্তি সুখের আবেশ ঝড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।