যুবকের আর্তনাদ
- মুহাম্মদ হেলাল উদ্দিন - "বিশ্বময় বাংলাভাষা" ২০-০৪-২০২৪

কত দিবস আর সইব ব্যথা

ডুবিছে শত স্বপ্ন জীবনের মধ্যাহ্ন বেলায় !

দক্ষিণের সমীরণ মুকুলিত রমনা পার্কে ,

বসন্তের বিকালে করূণ নিক্কণে

ব্যথাতুর কেঁদে বয়ে যায় ।

হাহাকারে ভরে উঠে এ প্রাণ

বেকারত্বের বুঝি হবে না অবসান !



একেলা চলিয়া জীবনের পথে

আর্তকণ্ঠে চাহিতেছি বিষাক্ত গোখরার দন্তে

কোথা আছে - কোন দূরে - কোন ভূবনে

যৌবনের স্বপ্নে ভরা রামধনু ছবি আঁকা

ইন্দ্রানীর নিকেতনে !

আজি চাই মনে প্রাণে

জীবনের তরে -

সাজাইতে সংসার

অপরূপ গতিচ্ছন্দে ।

ভরা নদে ভাসিবে কী স্বপ্নতরী

মর্ত্যের সীমারেখা ছাড়ি

ঘুচিবে এবার আঁধারের সারি

সহস্র মাইল দিয়ে পাড়ি ।

২৬ ভাদ্র ১৪১৯
১০সেপ্টেম্বর২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।