বেহাল
- দেবজ্যোতিকাজল - অপ্রকাশিত

:
সকালের চা , বিকেলের আদা-মুড়ি ।

বিষাদ বাতাস শুক্নলঙ্কা ঝালিয়ে দেয়
বিষ্টিতে বন্যার গান , ভেজা উত্তাপ
জঙ্গি মুক্তিযোদ্ধারা খোঁজে বেড়ায়


::

গঙ্গা ফড়িং উড়ে আলো ঠিকরে
বেমাক্কা হাত কাঁচের মত, হয় নরম

ক্ষুধা কামড়ায় , দু'পেগেই হেভী নেশা
জঙ্গি ছোকরাটা গরম হয়ে দাঁড়ায়

:::

ভয় ভয় নেশা চোখ ছিঁড়ে পড়ে
তুমি কিসের মহৎ শালা , জমাট বিস্ফোরক-
জ্বলে , নিরুদ্দেশে তোমার বন্ধুর বুকে
পিঁপড়ের ডিম , কত জানোয়ারের খাবার খায়
এই দেশেরই বেহাল লোকে ,
আর , তুমি না-কি জঙ্গি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।