মন খারাপের বৃষ্টি ...
- সৌম্যকান্তি চক্রবর্তী
আজকে যেন আকাশ জুড়ে মন খারাপের বৃষ্টি ..
ভীষনভাবে মনে পড়ে মুখটা তোমার মিষ্টি
সৃষ্টিছাড়া অভিমানেই মনের ঘরে মেঘ ,
দৃষ্টি সজল মনটা উতল,অনুরাগের বেগ !
ভীষণ কান্না দারুন আবেগ তীব্র অভিমানে ,
পৃথক কেন মনের মানুষ কেই বা তা জানে?
আমি তো বলি গো মনের কথা , তোমায় অভিমানী !
তুমিও বলো না কষ্ট তোমার, রেখো না মনের গ্লানি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।