পোড়াপুড়ি খেলা
- রফিকুল ইসলাম রফিক
বাসনার সব জল- নদীর জলের মতো
বয়ে বয়ে অাসে না
মনের মানুষ তোরে --তেমন তেমন কোরে
ক্যানো ভালোবাসে না
তুই বুঝলি না সখী।
কেবল পুড়লি মনে অাপন জ্বালায়
পোড়ালি অামায়
বুঝলি না কী ছিলো কারন
কীসের বারণ
তুই বুঝলি না সখী।
পুড়ে পুড়ে দুনিয়া হতাশ
পোড়ে মাটি, পোড়ে জল-- অাকাশ বাতাস
কামনার অাগুনে পোড়ে পৃথিবীর ঘর সংসার
অপ্রাপ্তি অার অশান্তির দহন জ্বালায়
তবুও জীবন চলে বহমান নদীর মতো
তুই বুঝলি না সখী।
তুই পুড়িস, অামি পুড়ি পুড়ে যায় বেলা
মনের বাগানে শুধু পোড়াপুড়ি খেলা।
তাই, অায় সখী পুড়ে পুড়ে খাঁটি হয়ে যাই
অপ্রাপ্তির দুঃখ থামাই
জীবন মানেই তো পোড়াপুড়ি খেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।