ঢাকার রাজপথে কলম মিছিল
- দেবজ্যোতিকাজল - মেঘফুল পত্রিকা ( ঢাকা )

ওরা নতুন করে প্রেরণা দিল কলমচালাবার ।
পরাজয়টা যদি মিথ্যাই হবে-
তবে রক্তপাত কেনো ?

ঢেউতোলা লাল সবুজের পতাকা
এতটা নড়বড়ে নয় , ওরা জানে ;
হাজারজিহ্বা গর্জাচ্ছে ,ওরা জানে ;
বাংলাদেশ , বলবীর্যের বাংলা ,ওরা জানে ;
পদ্মার তীরে সিঁদুরে জবা ফোটে , ওরা জানে ;

টেকনাব থেকে তেঁতুলিয়ায় গাঢ় সবুজ চোখ মেলে , ওরা জানে ।
:
তাই এতো-
রক্তকলমের প্রতিবাদ একই রাস্তায় এগুচ্ছে
ভয় নেই ওদের-
কূর্ণিশ যারা শহীদ ভূমিকায় ।

ভাষান্দোলন ,একাত্তর মিথ্যা নয় ,ওরা জানে ;
চলবে নিষ্কম্প রাজপথ বাংলায়-
মুখ ও চোখের শপথ
অগ্নি ও ঝাপটাবাতাসের পদধ্বনি
গোলামী ,গোলাম হয়ে থাকবে না , ওরা জানে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।