চল সাজাই
- ফয়েজ উল্লাহ রবি

চেয়েছি একটু হাত ধর, দুই কদম সাথে চল,
মিষ্টি করে হেসে একবার ভালবাসি বল,
এই কি চাওয়া অনেক পাওয়ার দূরত্ব এতোটা কেন?

চেয়েছি ভেতর থেকে দরজা খুলে দেবে
দু'হাত বাড়িয়ে আমায় কাছে টেঁনে নেবে
সাথে থেকে জীবন ভর শুধু ভালবাসা দেবে।

চেয়েছি সুখের আবেশে দুঃখের পরশে
সাথে থেকে ভাগী হবে, জনম ভরে সাথী র'বে
এই ভালবাসার কথা হবে খোদার আরশে।

চেয়েছি তুমি-আমি দু'জন মিলে
শুধু প্রেম-প্রেম আর কিছু নয় দিলে
চল সাজাই সুখের স্বর্গ এই ধরায় দু'জন মিলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।