ভরা ফাগুনে
- সৌম্যকান্তি চক্রবর্তী

আজ এই ভরা ফাগুনে ,
বলতে পারো তোমায় কেন
পড়ছে মনে ?
পলাশ , শিমুল আর কৃষ্ণচূড়ার
এই রঙের আগুনে !
বলতে পারো তোমায় কেন
পড়ছে মনে ?

বলতে পারো মনটা কেন
মন খারাপের গাইছে গান ?
বলতে পারো তোমার তরে
কেন এই উতলা পরান ?
তুমি নেই তাই পাখির কূজন
লাগছে না ভালো আজ !
তুমি নেই কাছে ওগো সুজন
তাই তোমাকে ভাবাই কাজ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।