কবিতার দেশে কান্না
- দেবজ্যোতিকাজল - অপ্রকাশিত

এতদিন প্যারিস -
কবিতার দেশ ছিল
উড়ে আসে তৃষ্ণা , কলমের নিবে ,
তৃপ্তহীন মস্তিস্কে কতদূর হাঁটলে
মুগ্ধনীলায় কবিতা জন্মায়
প্যারিস তা জানত
এতদিনের , এইমুহূর্তই ছিল
প্যারিসের বীচতলা জমি
ঋতুমতী মাটি আর -
নগর জীবনের ছন্দ
:
গতকাল সে ছন্দে
শোকাহত শালুকে মুড়ে দিল
মানুষের ঐতির্য্যের বিরুদ্ধে ,
মৃত্যুবাচক শব্দে
ফোঁটা ফোঁটা রক্তে
পিঁপড়েদের স্বঘোষিত উল্লাস জানলো
মানুষের মুখোশ আর
ছৌনাচের ভূমিকায় নেই
>
হে ঈশ্বর-
তোমার শক্তির ক্ষমতা ভিজে যাচ্ছে
চোখের অন্ধকারের চারপাশে
আমাদের দু’ঠোঁট পেতে রেখেছি
ছোবল খাব বলে অসহিষ্ণুর কাছে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।