তুমি নেই আগের মতো
- ফয়েজ উল্লাহ রবি

তারপর, তুমি যেদিন এসেছিলে ধুসর রঙের জানালার পর্দা সরিয়ে দিলে
ফ্রীজটা উত্তর মুখি করতে বলে ওয়াল সুকেজটা পশ্চিম
ফুলের টব গুলো ঠিক ছিল না, ছিল না জল এক বুন
খাট কিবাং সোপা সব পাল্টে দিলে এক নিমিষে
সবাই তার সঠিক ঠিকানা যেন পেল।
হালকা গোলাপী পর্দা দোল খায় ইদানীং জানালা দরজায়
হাসে ফুল গুলো তোমার দেয়া জলের গুণে প্রাণ পায়।
সোপার গেলাফ বেড সিট বালিশ এলোমেলো হয় না এখন
পরিপাটি থাকে সাজানো-গোছানো তুমি রেখেছিলে যেমন
চিড়ুনী শ্যাম্পু লোশন তেলের বোতল ক্রীম থাকে টেবিলের কোণে
তোয়ালে শুকনোই থাকে আজ-কাল ভেজা থাকে না আর এখন
সব কিছুই নিয়মে চলে, নয় একটুও ব্যবধান ভাবছ কেন?
অথচ, শুধু তুমি নেই এখন আর আগের মতো !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।