মনের কাছে তুই
- সৌম্যকান্তি চক্রবর্তী

কেমন যেন মনের কাছে তুই ,
যেমনটা হয় দিগন্তে ঐ,
আকাশের কাছে ভুঁই !

কেমন যেন মধুর তোর হাসি ,
মন খারাপের ঘোর কাটিয়ে আনন্দেতে ভাসি !

কেমন যেন স্নিগ্ধ তাকাস তুই !
যেমনটা হয় চাঁপা ,গোলাপ, চামেলী , রজনী , জুঁই !

কেমন মিষ্টি গন্ধ তোকে ঘিরে !
প্রেমের আবেশ জাগে,
মন আনন্দে যায় ভরে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।