মনে মনে ভাবি কেবলই
- মুহাম্মাদ শরিফ হোসাইন

তুমি চাইলে আমি স্কট কেলি,
চাঁদের নাগাল হয়তো পেতে না পারি
হু..! বছর খানেক শূন্যে ভাসতে পারি।

তুমি আমার মৌসুমি হামিদ হলে -
একটা গ্র্যান্ড-স্ট্যান্ডের টিকেট কিনে দিতে পারি।
আর নয়তো শাসিয়ে দিয়ে, ঝেড়ে আসবো উপদেশের ফুলঝুরি।
বিশ্বাস করো, আমি এখন তুমি ভিন্ন অন্য চোখে চোখ রাখতে ভয় করি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।