তুই খুশি হলে ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোকে ছুঁতে চাই মনের গভীরে গিয়ে ,
তোকে পেতে চাই আমার হৃদয় দিয়ে ;
তোর হাসি দেখে আমি ও হাসি যেন ,
দুঃখ সুখে থাকি যেন সাথী হয়ে ,

তোর মুখ দেখে ভোরের সূর্য উঠুক ..
তোর রূপ দেখে মুগ্ধ কুঁড়িরা ফুটুক ..
তোর কথা শুনে কোকিল উঠুক ডেকে ,
তোর হাঁটা দেখে নদীও বয়ে চলুক !

তুই খুশি হলে বসন্ত ওঠে হেসে ;
পলাশ শিমুল ভরে ওঠে ফুলে ফুলে ,
চম্পা চামেলী গোলাপেরা ওঠে মেতে ;
ময়ূর ময়ূরী নেচে যায় দুলে দুলে !

তোর কাছে তাই ফিরে আসি বার বার ,
তোকে পেতে চাই নিজের মত করে ,
হৃদকাননে জাগল সুরভি তোর ,
তোকে ভুলে তাই থাকি কেমন করে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।