আরাধনা-২
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪
নিখিল মাঝে যা পেয়েছি
খেয়েছি আমি যা,
বিদায় কালে আমি যেন
বলতে পারি তা।
যে সৃজিল এই ধরনী
তার কাছে যে চির ঋণী-
তার করুণায় আছি বেঁচে,
এই কথাতাই আমি যেন
বলতে পারি শেষে।
তৃষিত প্রানের তৃষ্ণা মিটাই
যাহার পানি পানে,
ক্ষুধার্তের ক্ষুধা যায় ফুরিয়ে
যাহার অন্ন দানে,
রাতের আঁধার দিচ্ছে মুছে
সূর্যের আলোক বানে,
আরও কত নেয়ামত দিলো সে
হিসাব নেই এই প্রাণে।
আকাশে নক্ষত্র,জমিনে বৃক্ষ
যে সাঁজাল নানান সাঁজে,
মাটি নামের অন্ন ভাণ্ডার
দিলো সে জগত মাঝে।
সারা জনম প্রার্থনা বীনে
ভোগিলাম আমি যা,
শেষ বিচারে আপন স্বরে
আমি যেন বলতে পারি তা।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।