ঠিকানা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

ভেবেছো কি কেউ কবে?
এলাম কেন ভবে?
কোথায় ছিলাম,কোথায় এলাম?
কোথায় যেতে হবে?

এই দুনিয়া ছাড়তে হবে
ডাক আসিবে যবে,
বাড়ী-গাড়ী,স্ত্রী-পুত্র
সবই পরে রবে।

কি বা ছিল কাজ আমার
কি করেছি তবে,
ভাল-মন্দ সব কিছুরই
হিসাব দিতে হবে।

আয়ু থাকতে পুঁজি কর
সময় নাহি পাবে,
দম ফুরালে সব একাকার
পর হয়ে যায় সবে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।